Epaper_Logo
প্রিন্টের তারিখঃ Dec 18, 2025 প্রকাশের তারিখঃ Jan 19, 2025

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ করার তাগিদ

News Image

দেশের স্টার্টআপ খাতে গত এক দশকে প্রায় ৯৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে। দেশীয় মুদ্রায় যা সাড়ে ১১ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। করোনাকালে পরপর দুই বছর এ খাতের বিনিয়োগে বেশ উঠতি প্রবণতা দেখা যায়। তবে পরের বছরগুলোয় ধারাবাহিকভাবে তা কমে এসেছে। এমন পরিস্থিতিতে স্টার্টআপে বিনিয়োগ আকর্ষণে দেশের আর্থিক নীতি সহজ করার তাগিদ দিয়েছেন এ খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স গত বছরের নভেম্বরে ‘বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ প্রতিবেদন: এক দশকের পর্যালোচনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক দশকে দেশের স্টার্টআপে ১১ হাজার ৮৬৮ কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগ ৯২ শতাংশ।দেশের স্টার্টআপ খাতে গত এক দশকে প্রায় ৯৮৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এসেছে। দেশীয় মুদ্রায় যা সাড়ে ১১ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। করোনাকালে পরপর দুই বছর এ খাতের বিনিয়োগে বেশ উঠতি প্রবণতা দেখা যায়। তবে পরের বছরগুলোয় ধারাবাহিকভাবে তা কমে এসেছে। এমন পরিস্থিতিতে স্টার্টআপে বিনিয়োগ আকর্ষণে দেশের আর্থিক নীতি সহজ করার তাগিদ দিয়েছেন এ খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স গত বছরের নভেম্বরে ‘বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ প্রতিবেদন: এক দশকের পর্যালোচনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক দশকে দেশের স্টার্টআপে ১১ হাজার ৮৬৮ কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগ ৯২ শতাংশ।