প্রিন্টের তারিখঃ Dec 18, 2025
প্রকাশের তারিখঃ Jan 19, 2025
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি
পাকিস্তানের হাতে ছিল ৭ উইকেট। খেলার জন্য সারাটা দিন তো পড়েই ছিল। কিন্তু মুলতানে আরও একবার হুড়মুড় করে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। আজ ম্যাচের তৃতীয় দিনের সকালে ১৫.৪ ওভারেই হাতে থাকা সব উইকেট হারিয়েছে পাকিস্তান। স্কোরবোর্ডে যোগ হয়েছে মাত্র ৪৮ রান।
তবে এরপরও মুলতানে সিরিজের প্রথম টেস্টে খুব খারাপ অবস্থায় নেই পাকিস্তান। চতুর্থ ইনিংসে রান তাড়ার জন্য সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে দিয়েছে ২৫১ রানের লক্ষ্য।
মুলতানে চতুর্থ ইনিংসে এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার ঘটনা মাত্র একটিই আছে। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ইনজামাম উল হকের সেঞ্চুরিতে ২৬১ রান করে জিতেছিল পাকিস্তান।