Epaper_Logo
প্রিন্টের তারিখঃ Dec 18, 2025 প্রকাশের তারিখঃ Dec 14, 2025

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

News Image

আব্দুল খালেক | রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর (রোববার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলী। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আকতার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত চালানো হয়েছিল। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ ধারণ করেই একটি সুশিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এদিন মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।