Epaper_Logo
প্রিন্টের তারিখঃ Dec 18, 2025 প্রকাশের তারিখঃ Dec 15, 2025

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শাখার কাজের সমৃহ

News Image


 আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:  
কুড়িগ্রাম জেলার রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এন্ড ওভারসিজ ২ শাখার কাজের সমৃহ ওয়েল্ডিং ট্রেনিং কোর্স : ওয়েল্ডিং ট্রেনিং  জি ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, এস,এস, ওয়েল্ডিং, কনস্ট্রাকশন কোর্স : ম্যাশন, টাইলস, রড বাইন্ডিং, স্কাফোল্ডিং,প্লাস্টার, হেল্পার, ফিটার ট্রেনিং কোর্স: পাইপ ফিটিং, স্টিল ফিটিং, ইলেকট্রনিক ক্যাল, ইনসুলেশন, কেন এখানে কাজ শিখবেন বা কি কি সুবিধা পাবেন: ১। অভিজ্ঞ  টেকনিশিয়ার দ্বারা  মনোরম পরিবেশ আন্তর্জাতিক  মানের কাজ শিখার সুযোগ। ২। ইন্টারন্যাশনাল অনলাইন  সার্টিফিকেট  পাওয়ার সুযোগ। ৩। সরকারি ভাবে লেভেল ১'২,৩,৪, শিখার থাকা খাওয়ার  সু ব্যবস্থা রয়েছে। ৪।কাজ শিখে বিদেশে স্বনামধন্য কোম্পানিতে অল্প সময়ে স্বল্প খরচে অধিক বেতন যাওয়ার সুযোগ। 

যে দেশ গুলোতে পাঠানো হয়ে থাকে। রাশিয়া,সৌদি আরব,অস্ট্রেলিয়ার, মালয়েশিয়া, হাঙ্গেরী, দুবাই, কাতার, দক্ষিণ কোরিয়া রোমানিয়া, সিঙ্গাপুর, পোল্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনং সেন্টার হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিরা তাদের কর্মজীবনের বা ব্যক্তিগত জীবনের উন্নতির জন্য নতুন জ্ঞান, দক্ষতা এবং ক্ষমতা অর্জন ও বৃদ্ধি করে, যা তাদের নির্দিষ্ট কাজের চাহিদা পূরণ করতে বা পেশাগত উন্নয়নে সাহায্য করে, যেমন - আইটি, প্রোগ্রামিং, মার্কেটিং, ড্রাইভিং, সফট স্কিলস (যোগাযোগ, টিমওয়ার্ক) ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ। এই ট্রেনিংগুলো সাধারণত লক্ষ্যভিত্তিক হয় এবং চাকরির বাজার বা প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার জন্য অপরিহার্য।
 জাপান, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এন্ড ওভারসিজ এর পরিচালক আব্দুর রহিম বাদল, স্থান রৌমারী উপজেলার সুইচ গেট মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন, যোগাযোগের ঠিকানা সুইচ গেট মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন,  রৌমারী, কুড়িগ্রাম। 01336326667/0180686521