Epaper_Logo
প্রিন্টের তারিখঃ Dec 18, 2025 প্রকাশের তারিখঃ Dec 17, 2025

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

News Image

আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর ৫৫ তম মহান বিজয় দিবস সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারীতে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারটি। বিজয় দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৬টায় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন রৌমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিভিন্ন রাজনৈতিক সংগঠন, রৌমারী মডেল প্রেসক্লাব, রৌমারী প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখা, রৌমারী প্রেসক্লাব, রিপোটার্স প্রেসক্লাব, অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী, রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার,রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ রৌমারী উপজেলার সকল বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে সকাল ৯ টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।