সম্পাদকীয়: বিজয়ের আলো
আজ ১৬ই ডিসেম্বর গৌরব, আত্মত্যাগ ও অসীম সাহসিকতার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। পাশাপাশি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের অকুতোভয় সাহস ও আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়। মহান বিজয় দিবস আমাদের শুধু অতীতের গৌরবই স্মরণ করায় না, বরং একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নতুন করে দৃঢ় করে। বিজয়ের চেতনা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য, ন্যায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বিজয়ের আলো বিশ্বাস করে একটি সচেতন ও তথ্যভিত্তিক গণমাধ্যমই পারে বিজয়ের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে। সত্যের পথে অবিচল থেকে, দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। মহান বিজয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হোক সত্য, ন্যায় ও মানবতার।
প্রকাশক ও সম্পাদক, মোঃ আলমগীর হোসেন, বিজয়ের আলো।
মন্তব্য করুন